ভালোবাসা তো এটা নয়...
যে নিজের শরীর দেখিয়ে তাকে আমার কাছে রাখতে হবে"
ভালোবাসা তো অনুভূতি
যা শরীরের বিনিময়ে পাওয়া যাই না।।
-facebook এ কয় এক দিন কথা বলে "প্রেম হয়েছে....
তারপর প্রেমিক তোমার শরীরের গোপন সব অঙ্গের ছবি চাইবে"
আর তুমি প্রেম টিকিয়ে রাখতে.. তাকে একের পর এক তোমার... শরীররের ছবি দিতে থাকবে।।
-এক মাস প্রেম করার পর,,,,
প্রেমিক যখন তোমাকে roomdat এর অফার করবে"
প্রেম টিকিয়ে রাখতে তুমি তার সাথে রুমডেটে চলে যাবে।।।।
-তারপর যখন তোমাকে সে ছেড়ে দিবে...
তখন সেই ছেলেটাকে দোষারোপ করবে"
তখন ছেলেটির নামে পুলিশে রির্পোট করবে,,
ছেলেটি তেমাকে ধর্ষণ করেছে...
-তুমি নিজের ইচ্ছেতেই তার কাছে ধর্ষণ হয়েছিলে।।
তুমি নিজের ইচ্ছেতেই সব তাকে দিয়েছিলে...
তবে ছেলেটিকে কেন দোষ দাও!!!
তারপর যখন তোমার বাবা-মা"
জানতে পারবে তাদের মেয়ে নিজের ইচ্ছেতেই সব করেছে....
তখন তাদের মুখ লুকানোর কোন জায়গা থাকবে না।।
-আর ছেলেদের বলি,,, মেয়েটি শুধু তোমাকে ভালো বেসেছিল
আর সে তোমাকে কখনো হারাতে চাইনি তাই তোমার সব কথা সে মানতে রাজি ছিল।।।
তার ফলে কি সে এটা উপহার পাই,,আজ যদি মেয়েটির জায়গাতে তোমার কোন বোন থাকতো তুমি কি মেনে নিতে সবকিছু।।।।
-শেষে একটা কথা বলি,,
তোমরা এমন কাজ থেকে বিরত থাকো এই কাজ গুলোতে কোন লাভ.. হবেনা শুধুমাত্র জীবন নষ্ট হবে।।।।।
-আর যে জিনা থেকে নিজেকে বিরত রেখে বিবাহ করতে পারবে....
আল্লাহ্র কাছে তার স্থান উপরে থাকবে।।
-অনেকের কাছে হয়তো আমার কথা গুলো খারাপ লাগবে...
যাদের খারাপ লাগবে তাদের কাছ আমি মাফ চাই।