গুটি গুটি পায়ে 2017 সাল থেকে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবো সেই বিষয় নিয়ে লেগে থাকি। নিজের প্রতি প্রচন্ড বিস্বাস আস্থা ছিল যে একদিন না একদিন ঠিকই কম বেশি যেটাই হোক না কেনো উপার্জন করবোই।
অবশেষে আলহামদুলিল্লাহ আমি ফাইভার থেকে এই প্রথম এইটুকু উপার্জন করতে সক্ষম হলাম। অবশ্য অনেকবার একাউন্ট সাসপেন্ড হয়েছিল সবকিছু মিলিয়ে অনেক কষ্ট ধৈর্য এবং লক্ষ্য পুরন করার জন্য এতটা পথ পাড়ি। আমি জানি এই টাকা টা সামান্য আমার থেকে বড় বড় ফ্রিলান্সার ভাইয়েরা হাজার হাজার $ ইনকাম করছেন তাদের কাছে হয়তবা পোষ্ট টা হাস্যকর মনে হতে পারে 🙂 । কিন্ত আমার কাছে এটাই অনেক কিছু কারন অনেক অভিগ্গতা অনেক কষ্টের পর এটার দেখা পেলাম। যদিও নিজের কাছে এই টাকা কিছুই না তবে এটার অন্যরকম একটা অনুভূতি যেটা আপনিও একদিন ফিল করতে পারবেন যদি টিকে থাকতে পারেন।
সবশেষে নতুনদের উদ্দেশ্য একটাই কথা বলবো। চেষ্টার কোনো ত্রুটি রাখবেন্না অসম্ভব ধৈর্য কষ্টা এবং নিজের উপর আস্থা রেখে কাজ চালিয়ে যান সাফল্য আপনার পেছনে দৌড়াবে।
যারা শেষ পর্যন্ত পড়েছেন অবশ্যই কিছু হলেও ধারনা করতে পেরেছেন।
ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা।
আল্লাহ হাফেজ!!