Type Here to Get Search Results !

ছবিটা দেখলেই অন্তর কেপে উঠে। আল্লাহ আমাদের মাফ করো।

0


 কোনো এক রাতে কুরআনুল কারীমের অক্ষরগুলো উঠিয়ে নেয়া হবে। সকালে মানুষ কোরআন শরীফ খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও নেই সেখানে। তড়িঘড়ি করে সবাই ঐ সকল লোকদের কাছে ছুটে যাবে যাদের কোরআন মুখস্থ। 

কিন্তু তারা অনেক চেষ্টা করেও একটি আয়াতও স্মরণে আনতে পারবে না। (সুনানে দারেমী হাঃ নং ৩২০৯) • এ দৃশ্য দেখে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে তওবা করতে থাকবে, বেঈমানের দলেরা ঈমান আনতে থাকবে। কিন্তু তাদের তওবা ও ঈমান আল্লাহ কবুল করবেন না। 

এ মর্মে আল্লাহ তায়ালা সূরা আনআমের ১৫৮ নং আয়াতে বলেন

- لا يَنفَعُ نَفسًا إيمٰنُها لَم تَكُن ءامَنَت مِن قَبلُ أَو كَسَبَت فى إيمٰنِها خَيرًا 

অর্থ- সেদিন এমন কোন ব্যক্তির ঈমান তার জন্যে ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় ঈমান অনুযায়ী সৎকর্ম করেনি। (সূরা আনআম ১৫৮)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ