Type Here to Get Search Results !

সিডনিতে মাস্কবিরোধী আন্দোলন

0

 সিডনিতে মাস্কবিরোধী আন্দোলন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ধাপের সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। গত শনিবার থেকে রাজ্যের রাজধানীর বৃহত্তর সিডনিতে মাস্ক না পরলে ২০০ অস্ট্রেলীয় ডলার জরিমানার করার আইন করা হয়। আর এই মাস্ক পরার বাধ্যতায় ক্ষোভ প্রকাশ করেন একদল মাস্কবিরোধী। সিডনির বন্ডাইতে মাস্কবিরোধী দলটি বাধ্যতামূলক মাস্কবিধি কার্যকর হওয়ার প্রথম দিনেই সমাবেশ ও মিছিল করে।

‘দাসত্বের চেয়ে মানুষ বড়’ স্লোগানে সিডনির বন্ডাইয়ের বিভিন্ন রাস্তায় মিছিল করে মাস্কবিরোধী দলটি। প্রায় ৫০ জনের অংশগ্রহণে আয়োজিত এ মিছিল বন্ডাইয়ের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের ভেতরেও তাদের মিছিল নিয়ে যায়।


এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হেজার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানতে পেরেছি, কিছু মানুষ বাধ্যতামূলক মাস্ক পরার বিধিটি পছন্দ করছেন না। যদি কারও মাস্ক পরতে ভালো না লাগে, তবে আপনি ঘরে থাকুন অথবা খোলা জায়গায় থাকুন।

আপনার এমন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, যেখানে আপনি অন্যদের বিপদে ফেলবেন।’


দেশটিতে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


এ নিয়ে অস্ট্রেলিয়ায় ২৮ হাজার ৫০৪ জন আক্রান্ত হলেন। আর করোনায় মারা গেছেন ৯০৯ জন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ