Type Here to Get Search Results !

কুষ্টিয়া জেলার উচ্চ পর্যায়ের নেতাবৃন্দ,মিরপুর-ভেড়ামারা আসনের এমপি

0


 জেলা পরিষদ চেয়ারম্যান ও মিরপুর ঊপজেলা চেয়ারম্যানসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি! আমাদের মিরপুরের প্রাণকেন্দ্র মিরপুরের মাঝ বরাবর অবস্থিত এই ব্রিজ।

 প্রতিদিন হাজার-হাজার মানুষ ও যানবাহন চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। মিরপুরের সাপ্তাহিক হাটের দিনে এই ব্রীজের দৃশ্য দেখলে যে কেউই বলে ওঠে "এই ব্রীজটা আর চওড়া হবে না বুঝি!" মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এই ব্রীজের জন্যই সারাদিন বাজারে যানজট লেগে থাকে, এবং মানুষ চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে। এমনকি এই যানজটের শিকার এ্যাম্বুলেন্সও হয়, এতে রোগি মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়।

 এই ব্রীজের ওপর একটি ট্রাক উঠলেই আর জায়গা থাকে না, বর্তমানে দেশে যানবাহনের সংখ্যা বাড়ছে, সে তুলনায় আমাদের রাস্তা খুবই সংকীর্ণ! তাই মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ব্রীজটি প্রশস্ত করার 

জোর দাবি জানায়! বর্তমানে এই ব্রীজটি ভেঙ্গে প্রশস্ত করা এখন মিরপুর বাসীর সময়ের দাবি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অতিসত্বর একটি কার্যকরী ব্যাবস্থা নিন। না হলে মিরপুরবাসীর এই ভোগান্তির অবসান ঘটবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ