Type Here to Get Search Results !

বোনকে ধর্ষণ চেষ্টা, পুরুষাঙ্গ কেটে হত্যা করে মা-বাবা ও বোন।Dailynewspaper71

0


 ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজার সংলগ্ন নয়াগাঁও এলাকায়।

জানা গেছে,নিহত মাদকাসক্ত হাসান গত ২১ ডিসেম্বর রাতে তার আপন ছোট বোন শিলা (১৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যাওয়ার পথে তাকে জড়িয়ে ধরে। এ সময় সে তাকে ধর্ষণ করার চেষ্টা করলে তার আত্মচিৎকারে বাবা-মা ছুটে আসেন।

পরে রাগের মাথায় মা হাসিনা বেগম তাকে ঘরে নিয়ে মুখে বালিশ চেপে ধরেন আর বাবা শামীম মিয়া তার হাত-পা ধরে রাখেন এবং ছোট বোন শিলা ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে দেন।

এঘটনায় হাসানের বাবা প্রতিপক্ষ এক জনের উপর দায় চাপাতে চেয়েছিল। তারা মিথ্যা তথ্য দিয়ে বার বার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেই যাচ্ছিলো।

স্বজনদের অসংলগ্ন বক্তব্যে প্রথম থেকে সন্দেহ হতে থাকে পুলিশের।

এছাড়া ছেলেটির মা হাসিনা বেগম বলেন, তিনি স্বপ্নে দেখেছেন প্রতিবেশী শাহ আলম তার ছেলেকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে এতে তাদের সন্দেহ আরও বাড়তে থাকে।

সবকিছু মাথায় রেখেই পুলিশ তদন্ত চালিয়ে যায় এবং নিখোঁজের ১৮ দিন পর গত শুক্রবার বাড়ির পাশের ডোবা থেকে হাসানের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

বাড়ির এতো কাছে লাশ পাওয়া এবং হত্যাকাণ্ড নিয়ে পরিবার-স্বজনদের বক্তব্য সন্দেহজনক হওয়ায় গতকাল ছেলেটির বাবা শামীম মিয়া (৪০), মা হাসিনা বেগম (৩৮) ও ছোট বোন শিলাকে (১৫) আটক করে রাতভর জিজ্ঞাসাবাদে তারা হাসানকে হত্যা করার কথা স্বীকার করে।

আসামিদের দেওয়া তথ্যমতে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এবং গামছা উদ্ধার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ