Type Here to Get Search Results !

আগামী পাঁচ বছর পর তুরস্কের প্রযুক্তি মোকাবেলা করার মত পৃথিবীর কাছে কোনো প্রযুক্তি থাকবেনা প্রকাশ করে ফরাসি পত্রিকা

0

 

ফরাসি পত্রিকা সত্য প্রকাশ করেছে

পৃথিবী সবচেয়ে বড় প্রযুক্তি হল জ্যামিং সিস্টেম যেটা শত্রুর ট্যাঙ্ক,ক্ষেপণাস্ত্র, রাডার,অ্যান্টি-শিপ,অ্যান্টি-ট্যাঙ্ক, যে সব নেটওয়ার্ক মাধ্যমে সামরিক অস্ত্র পরিচালনা করা হয় এই  সিস্টেম কে অকার্যকর করে ফেলা।

শত্রু কে ঘুম পারিয়ে ঘুমের মাঝে হত্যা করার বিশাল একটা অস্ত্র।

আর প্রযুক্তি তৈরি বা অর্জন করতে সক্ষম হয়েছে তুরস্কের বিজ্ঞানীরা।

আর এই জ্যামিং সিস্টেম প্রযুক্তি তুর্কিরা ব্যাবহার করেছে, ড্রোন গুলোর মাঝে তার সফলতা অর্জন করে লিবিয়া, সিরিয়া,আজার্বাইজানের যুদ্ধ।



আপনারা জানেন তুর্কি ও গ্রীসেরর মাঝে বিগত কয়েক মাস আগে খুব যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছিলো ভূমধ্যসাগরে প্রাকৃতি গ্যাস অনুসন্ধান নিয়ে। আর সেই সময়ে ফ্রান্স তাদের এয়ার ক্যারিয়ার মানে রণতরী তুর্কি ও গ্রীস মধ্যভূসাগরে সিমানায় পাঠিয়েছিলো ফ্রান্স।

তখন তুর্কি জ্যামিং সিস্টেমের কারনে ফ্রান্স তাদের রণতরী মধ্যভূসাগরে থেকে সরিয়ে নেয় বিনা যুদ্ধে।

আর তুর্কিরা জ্যামিং সিস্টেম বর্তমান যুদ্ধ বিমানে পরীক্ষা চালিয়ে সফলতা অর্জন করেছে, তারা তাদের এই প্রযুক্তি আকাঁশ, স্থল,সমুদ্র পথে ব্যবহারিক অস্ত্রগুলোর মাঝে স্থাপন করে যাচ্ছে।

তুর্কি আল্লাহর সাহায্য নিয়ে

প্রযুক্তি বিস্ফোরন ঘটাবে পৃথিবীর কোনো শক্তি তাদের অগ্রযাত্রা কে বাঁধা দিতে পারবে না।

ইনশা আল্লাহ

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ